ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, অক্টোবর ২৯, ২০২৪
আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান গ্রেপ্তার এস এম হোসেনুজ্জামান হোসেন

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) রাতে আশাশুনি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হোসেনুজ্জামান আশাশুনি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল গনি সরদারের ছেলে। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা সরকারি বিএল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আশাশুনি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।