ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, সেপ্টেম্বর ২০, ২০২৪
ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত 

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন।

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান ও উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন।

ধনবনাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, সকালে জামালপুর থেকে একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি পথে বাঘিল এলাকায় মধুপুর থেকে ধনবাড়ীগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন অটোরিকশায় থাকা আরও তিনজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।  

তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।