ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বৈরী আবহাওয়া: ভোলার ৪ রুটে লঞ্চ চলাচল বন্ধ, ৩ ট্রলার ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
বৈরী আবহাওয়া: ভোলার ৪ রুটে লঞ্চ চলাচল বন্ধ, ৩ ট্রলার ডুবি সংগৃহীত ফাইল ছবি

ভোলা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলায় ঝড়োবাতাস বইছে। এতে উত্তাল হয়ে উঠেছে নদ-নদী।

ফলে বৈরী আবহাওয়া বিরাজ করায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ভোলার অভ্যন্তরীণ চার রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের লঞ্চ-সি ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।  

বন্ধ ঘোষণা চার রুটগুলো হলো- ইলিশা-মজুচৌধুরীর হাট, হাকিমুদ্দিন-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা ও বেতুয়া-মনপুরা।  

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ওই চারটি রুট ডেঞ্জার জোনের আওতায় থাকায় লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।  

সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নৌবন্দরে ২ নম্বর সংকেত চলছে বলেও জানান তিনি।  

এদিকে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জেলা ভোলার জনজীবন। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষ।  

ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মনির হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় ভোলায় ৫৮ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো জেলায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপের প্রভাবে বিরাজমান এ অবস্থা আরও দুদিন থাকবে পারে।

এদিকে জেলার নদ-নদীগুলো উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ছোট ছোট নৌযানকে।

বৃষ্টিপাতে এমন অবস্থা অব্যাহত থাকলে নিচু এলাকায় বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অপরদিকে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, শুক্রবার (৬ সেপ্টেম্বর) মধ্য রাত থেকে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ভোলার মনপুরা ও চরফ্যাশনে তিনটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা জেলেরা নিরাপদে উদ্ধার হলেও দুর্ঘটনাকবলিত ট্রলারগুলো নিখোঁজ রয়েছে।  

** লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ
** উত্তাল সাগর: পাথরঘাটায় ফেরেনি ২০ ট্রলারসহ ৩ শতাধিক জেলে
** উত্তাল বঙ্গোপসাগর: কক্সবাজার উপকূলে ৬ ট্রলার ডুবি, ২ জেলের মৃত্যু
** মেঘনায় ১০ ট্রলারডুবি, নিখোঁজ ৮ মাঝি


বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ