ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

উত্তাল সাগর: পাথরঘাটায় ফেরেনি ২০ ট্রলারসহ ৩ শতাধিক জেলে

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
উত্তাল সাগর: পাথরঘাটায় ফেরেনি ২০ ট্রলারসহ ৩ শতাধিক জেলে সংগৃহীত ফাইল ছবি

পাথরঘাটা (বরগুনা): সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এখনও সাগর থেকে কূলে ফিরে আসতে পারেনি ২০ ট্রলারসহ প্রায় তিন শতাধিক জেলে। তারা কোনো নিরাপদ আশ্রয়ে আছেন কি না সেই তথ্যও দিতে পারছে না ট্রলার মালিক সমিতি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। গত দুদিনে যেসব জেলে ফিরে এসেছেন তারা জানিয়েছেন, সাগরে প্রচণ্ড ঢেউ, ট্রলার নিয়ে সাগরে থাকা মুশকিল।  

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পাথরঘাটার ২০টি ট্রলার ফিরে আসতে পারেনি, ওইসব ট্রলার কোনো জায়গায় নিরাপদে আছে কি না তাও জানতে পারছি না। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে পাথরঘাটায় বিদ্যুৎ না থাকায় চার্জে দিতে না পেরে অনেকের মোবাইলফোন বন্ধ বিধায় পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না।

** উত্তাল বঙ্গোপসাগর: কক্সবাজার উপকূলে ৬ ট্রলার ডুবি, ২ জেলের মৃত্যু

** মেঘনায় ১০ ট্রলারডুবি, নিখোঁজ ৮ মাঝি


বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।