ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
জাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৫৯ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দিতা করছেন।



চার বারে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার সকাল ৯টা ৩০ থেকে প্রথম বার, ১১ টা ৫ মিনিট থেকে দ্বিতীয় বার, ১২টা ৪০ মিনিট হতে তৃতীয় বার এবং দুপুর ২টা ৪০ মিনিটে চতুর্থ বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির।

রাতেই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu এবং বাংলানিউজের ওয়েবসাইট www.banglanews24.com.bd এ প্রকাশ করা হবে।  

একইসঙ্গে ভর্তি পরীক্ষার ফলাফল যে কোনো মোবাইল থেকেও পাওয়া যাবে। এজন্য মেসেজ অপসনে গিয়ে ঔট স্পেশ দিয়ে রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফলাফল পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।