ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

কুষ্টিয়ায় তাপমাত্রার পারদ উঠল ৪১.২ ডিগ্রিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
কুষ্টিয়ায় তাপমাত্রার পারদ উঠল ৪১.২ ডিগ্রিতে প্রতীকী ছবি

কুষ্টিয়া: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি কুষ্টিয়ার এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড।

 

এদিকে তীব্র গরমের পাশাপাশি গ্রামাঞ্চলের ছোট নদী, খাল এবং টিউবওয়েলগুলোতে দেখা দিয়েছে পানির সংকট। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সেই সঙ্গে সড়কের উন্নয়নে গাছ কর্তনের ফলে পথচারী ও ছোট যানবাহন এবং রিকশাচালকদের নাভিশ্বাস অবস্থা।
শনিবার (২০ এপ্রিল) কুষ্টিয়ার কুমারখালী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানান।

আবহাওয়াবিদ মামুন আর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিমের এই অঞ্চল কর্কটক্রান্তি রেখা বরাবর। এ কারণে প্রতিবছর গরমের সময় তাপমাত্রা অনেক বেড়ে যায়। তবে এবার তাপমাত্রা অনেক বেশি উঠেছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।