ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনী সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
ফেনী সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

ফেনী: অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।  

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

পরে বিএসএফ ভারতের ত্রিপুরার পিআর বাড়ি রাজনগর থানায় হস্তান্তর করলে দেশটির পুলিশ তাদের রিমান্ড আবেদন করে। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আটক তিনজন হলেন, ফেনীর দাগনভূঞার মৃত জেবল হকের ছেলে মো. নুর ইসলাম প্রকাশ মো. ফয়সাল শেখ (২৭), নোয়াখালী সেনবাগের সেলিম উল্লাহর ছেলে মো. আব্দুর রহমান (২৯) এবং দাগনভূঞার মোহাম্মদ মফিজুল্লাহ ছেলে মো. মোহাম্মদ আলাউদ্দিন (৩০)।

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ রাজনগর পিআর বাড়ি থানাধীন সমরেন্দ্রনগর ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করে।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করে শনিবার (৩০ মার্চ) দুপুরে বিলোনিয়া আদালতে পাঠায়। এছাড়া পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফেনী- ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ঘটনাটি বিএসএফের মাধ্যমে অবগত হয়েছি। ওই তিন বাংলাদেশি গতবছরের আগস্ট মাসে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এতদিন সেখানে অবস্থানের পর তারা দেশে ফেরার সময় আটক হন। পরে তাদের ত্রিপুরার একটি থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।