ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা 

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি এম ইনায়েতুর রহিম।  

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

পরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব’-এ সকাল পৌনে ৮টায় প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

স্বাধীন বাংলাদেশ এবার ৫৪ বছরে পা দিল।

হাজার বছরের সংগ্রামমুখর বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চ কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।