ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫২, মার্চ ২৬, ২০২৪
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর নাজিমউদ্দিন রোডে ট্রাক ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে শফিউদ্দিন (৬৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নাজিমউদ্দিন রোডের নিরব হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত ব্যক্তির ছেলে রাকিব ইউসুফ বলেন, নাজিমউদ্দিন রোড তাদের স্থানীয় বাড়ি। তার বাবা চকবাজার একটি দোকানে চাকরি করতেন। রাতে তারাবি নামাজ পড়তে বাসা থেকে বের হন। নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। পথে নিরব হোটেলের সামনের রাস্তা পার হওয়ার সময় ট্রাক ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে বাবাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ট্রাক ও কাভার্ডভ্যানটি আটক করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।