ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ৪শ’ কি.মি. পায়ে হাঁটছে ১০ তরুণ

উজ্জল চক্রবর্তী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

ব্রাহ্মণবাড়িয়া: যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ঢাকা থেকে পদযাত্রা শুরু করেছে একদল তরুণ। মঙ্গলবার তারা ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করছে।

দশ সদস্যের দলটি প্রায় ৪শ’ কিলোমিটার পথ পায়ে হেঁটে আগামী ২৮ অক্টোবর সুনামগঞ্জে পৌঁছতে চায়।

মঙ্গলবার রাতে পদযাত্রা দলটি ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজে পৌঁছবে। সেখানে রাত্ কাটিয়ে বুধবার সকালে হবিগঞ্জের মাধবপুরের পথে হাঁটা শুরু করবে তারা।

মঙ্গলবার সকালে পদযাত্রা দলটিকে স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রওশন আরা জলিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে দলনেতা শরীফ রেজা মাহমুদ স্কুলের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের শপথবাক্য পাঠ করান।

দলের অন্য সদস্যরা হলেন- কাজী মোহাম্মদ, রিপন, তৌহিদ হাসান, দীপু, মন্টু সরকার, মিঠু, সানি, মোস্তফা ও মির্জা মাহমুদ

দলটি আগামী ২৮ অক্টোবর সুনামগঞ্জের ভারত সীমান্তবর্তী  ডলৌউড়ায়  ৪৮ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রা শেষ করবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।