ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সরিষাক্ষেতে পড়ে ছিল যুবকের অর্ধগলিত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
বগুড়ায় সরিষাক্ষেতে পড়ে ছিল যুবকের অর্ধগলিত মরদেহ

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিনজানি গোয়ালিয়া মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুড়ইল ইউনিয়নের সিনজানি গোয়ালিয়া মাঠে সরিষা কাটার সময় অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় এক কৃষক। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই যুবকের পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে এই যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি, দ্রুত রহস্য উদঘাটন করা যাবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।