ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে খুন করে ঢাকায় আত্মগোপন, ৬ বছর পর আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
বরিশালে খুন করে ঢাকায় আত্মগোপন, ৬ বছর পর আসামি গ্রেপ্তার

ঢাকা: হত্যাকাণ্ড ঘটিয়ে আত্মগোপনে চলে যায় খুনি। এভাবেই কেটে যায় একেক করে ছয়টি বছর।

খুনির ধারণা ছিল হয়তো বাকি জীবনও পার করা যাবে। কিন্তু শেষ রক্ষা হলো না, ধরা তাকে পড়তেই হলো। বরিশাল জেলার মুলাদী এলাকায় চাঞ্চল্যকর আকবর হত্যা মামলায় ৬ বছর ধরে পলাতক থাকা আসামি দিদার বেপারীকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৮ জানুয়ারি) রাতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার উপ-পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানার মিলব্যারাক এলাকায় অভিযান চালায় র‍্যাব-১০ এর একটি দল। অভিযানে বরিশাল জেলার মুলাদী থানার চাঞ্চল্যকর আকবর হাওলাদার (৫২) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৬ বছর ধরে পলাতক থাকা আসামি দিদার বেপারীকে গ্রেপ্তার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি ওই হত্যা মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা পর থেকে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।