ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গ্রামের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, জানুয়ারি ২১, ২০২৪
গ্রামের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল চৌধুরী

ঢাকা: নিজ গ্রামের স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী।  

গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর শনিবার (২০ জানুয়ারি) কুমিল্লা চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নের বিজয়করা গ্রামে যান কামাল চৌধুরী।

সেখানে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি নিজ গ্রামের স্কুল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।  

প্রথমে তিনি চৌদ্দগ্রাম ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন। ডায়াবেটিক হাসপাতালে ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। হাসপাতালটিকে আধুনিক ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এরপর তিনি কুমিল্লা অসহায় ও দুস্থ শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।  

পরে তিনি চৌদ্দগ্রাম পৌরসভা পরিদর্শন  করেন। চৌদ্দগ্রাম পৌরসভায় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।  

তারপর তিনি নিজ গ্রাম চৌদ্দগ্রামের বিজয়করা গ্রামে যান। বিজয়করা গ্রামে প্রথমে তিনি তার মরহুম পিতা ভাষা সৈনিক আহমেদ হোসেন এবং স্থানীয় সুফি আব্দুর রহমানের কবর জিয়ারত করেন।

এরপর কামাল চৌধুরী বিজয়করা স্কুল অ্যান্ড কলেজে যান। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কাটান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল চৌধুরীকে কাছে পেয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয় জানতে চান, বিশেষ করে তার শৈশব, কৈশোর এবং কর্মজীবন সম্পর্কে। কামাল চৌধুরী তার শৈশব, কৈশোর, কর্মজীবন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলাপ করেন।

শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে খোলামেলা মতবিনিময় আলাপ করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের উপদেশ দেন। নিজেদের দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের পরামর্শ দেন।

বঙ্গবন্ধু সম্পর্কে এবং আগামী দিনে শেখ হাসিনা সরকারের কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন কামাল চৌধুরী।  

কামাল চৌধুরীকে উপদেষ্টা করায় ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লা পুলিশ সুপার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ