ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাঙ্গায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
ভাঙ্গায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত 

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে ইসরাফিল শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা জাকির মোল্লার বাড়িতে চুরি করতে গেলে এ ঘটনা ঘটে।

 

নিহত ইসরাফিল শেখ উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের হাফিজ শেখের ছেলে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।  

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত ৩টার সময় জাকির মোল্লার ঘরের তালা ভেঙে চুরি করতে থাকেন এক ব্যক্তি। পাশের রুমে ঘুমিয়ে থাকা মসজিদের ইমাম চোরের উপস্থিতি টের পেয়ে মোবাইলে কল করে আশপাশের লোকদের এবং মাইকে ঘোষণা দেন।  

পরে গ্রামবাসী জড়ো হয়ে ধাওয়া করে বাগানের মধ্যে ইসরাফিলকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই ইসরাফিল মারা যান।  

নিহত ইসরাফিলের মা বলেন, আমার ছেলে মাঝে মধ্যে চুরি করে নেশা করত, ইয়াবা-গাঁজা খাইতো।  

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইসরাফিল নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, ইসরাফিল পেশাদার একজন চোর। বুধবার দিবাগত রাতে চুরি করতে গেলে ইমাম সাহেব টের পেয়ে গ্রামবাসীকে জানান। পরে গ্রামবাসী তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। পরে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।