ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে আগুনে মা-শিশুসন্তান দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৩, জানুয়ারি ১৩, ২০২৪
কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে আগুনে মা-শিশুসন্তান  দগ্ধ

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে আগুনের ঘটনায় নামে নাজমা (২৫) এক নারী ও তার শিশুসন্তান দগ্ধ হয়েছেন।  শিশুটির নাম নজরুল।

 

শুক্রবার  (১২ জানুয়ারি) দিনগত রাতে মা ও তার শিশু সন্তানকে উদ্ধার করে নাজমার স্বামী ওমর ফারুক শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসে ।  

ওমর ফারুক জানান, তারা কারওয়ান বাজারের মাছবাজারে কাজ করেন এবং মোল্লাবাড়ি বস্তিতে থাকেন।

ওমর ফারুকের ধারণা করছে প্রচণ্ড শীতের কারণে বস্তিতে কেউ আগুন পোহানোর সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) জানান, কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও তার শিশু সন্তান দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে।

জানাগেছে নাজমা আক্তারের ২৩ শতাংশ এবং নজরুলের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। নাজমাকে ভর্তি দেওয়া হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার বাংলানিউজকে  জানান, কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে  (এফডিসির সামনে) ১৩ জানুয়ারি রাত ২ টার ২৩ মিনিটে আগুন লাগে।  

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট কাজ করে। মোল্লাবাড়ি বস্তির আগুন রাত ৩ টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

 

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
এজেডএস/এমএমআই/ এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।