ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

দেশসেরা কমিউনিটি পুলিশিং অফিসার হলেন রামপাল থানার ওসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, ডিসেম্বর ৯, ২০২৩
দেশসেরা কমিউনিটি পুলিশিং অফিসার হলেন রামপাল থানার ওসি

বাগেরহাট: বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হয়েছেন।  

শনিবার (০৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলমের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তাকে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে এস এম আশরাফুল আলমকে এ সম্মাননা দেওয়া হয়। সংগঠনটির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

এদিকে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সম্মাননা পাওয়ায় এই পুলিশ কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলাবাসী।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।