ব্রাহ্মণবাড়িয়া: স্বাধীনতা যুদ্ধে পূর্বাঞ্চলের প্রবেশদ্বার বলে খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর শত্রুমুক্ত হয়েছিল আখাউড়া উপজেলা।
ওই দিন সড়ক বাজারের পোস্ট অফিসের সামনে ওড়ানো হয়েছিল স্বাধীন দেশের পতাকা। আখাউড়া মুক্ত হওয়ার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শত্রুমুক্ত হতে শুরু করে।
এর মধ্যে গত ৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।
বুধবার (০৬ ডিসেম্বর) সকালে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে আনন্দ র্যালি বের করা হয়।
মুক্তিযোদ্ধারা জানান, ৩০ ডিসেম্বর ও ১ ডিসেম্বর উপজেলার আজমপুর ও রাজাপুর এলাকায় পাক বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর তুমুল যুদ্ধ হয়। ৩ ডিসেম্বরের যুদ্ধে হানাদার বাহিনীর ১১ সদস্য নিহত ও মুক্তিবাহিনীর দুজন শহীদ হন। ৪ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী মিলে আখাউড়ায় আক্রমণ করে। ওই দিন আজমপুরে শহীদ হন লেফটেনেন্ট ইবনে ফজল বদিউজ্জামান। ৫ ডিসেম্বর দিন ও রাতের যুদ্ধে আখাউড়া শত্রুমুক্ত হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
এসআইএস