ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বনানীতে বাসায় চুরি: স্বর্ণ-ডায়মন্ডের অলংকার উদ্ধারসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
বনানীতে বাসায় চুরি: স্বর্ণ-ডায়মন্ডের অলংকার উদ্ধারসহ গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর বনানীর একটি বাসায় চুরির ঘটনায় স্বর্ণ ও ডায়মন্ডের অলংকার উদ্ধারসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ। গ্রেপ্তার আসামি হলেন- মোসা. জেসমিন আক্তার ওরফে সাথী আক্তার।



শনিবার (২ ডিসেম্বর) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান,২১ নভেম্বর রাতে বনানী থানা এলাকার একটি বাসা থেকে বেশ কিছু স্বর্ণ ও ডায়মন্ডের অলংকার চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৩ নভেম্বর বনানী থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়।  মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়।  ১ ডিসেম্বর বিকেলে বনানী থানার কড়াইল বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে জেসমিন ওরফে সাথীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণ ও ডায়মন্ডের বিভিন্ন ধরনের অলংকার উদ্ধার করা হয়।

বনানী থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।