ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

একসেস টু ইনফরমেশন প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তি মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

ঢাকা : ‘জেলা ই-সার্ভিস সেন্টার’ স্থাপনের জন্য একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হবে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আগামী জুনের মধ্যে ১০টি জেলায় ই-সার্ভিস সেন্টার স্থাপন করা হবে।



প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার মন্ত্রীপরিষদ বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং এটুআই প্রকল্পের মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষর হবে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে এটুআই প্রকল্প গ্রহণ করে সরকার।

তিনটি পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন হবে।

প্রথম পর্যায়ে যশোর জেলায় ই-সার্ভিস সেন্টার স্থাপন করা হয়।

দ্বিতীয় পর্যায়ের ১০ জেলা হলো : সাতক্ষীরা, ঝালকাঠি, ময়মনসিংহ, মৌলভীবাজার, সিলেট, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নেত্রকোনা, নরসিংদী ও মাগুরা।

প্রতিটি জেলায় ৪০ লাখ টাকা ব্যয়ে ই-সার্ভিস সেন্টার স্থাপন করা হবে। এর আগে সেপ্টেম্বর মাসে যশোরে প্রথম পর্যায়ে ৩০ লাখ টাকা ব্যয়ে ই-সার্ভিস সেন্টার স্থাপন করা হয়।

তৃতীয় পর্যায়ে দেশের বাকি ৫৩ জেলায় ই-সার্ভিস সেন্টার স্থাপন করা হবে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একসেস টু ইনফরমেশন প্রকল্পে অর্থায়ন করছে।

ই-সার্ভিস সেন্টার থেকে সহজেই সরকারের বিভিন্ন সেবা ও তথ্য পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।