ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

ক্যাবল কাটা পড়ায় কমলাপুর এলাকায় টেলিফোন সেবা বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৮, সেপ্টেম্বর ২৮, ২০২৩
ক্যাবল কাটা পড়ায় কমলাপুর এলাকায় টেলিফোন সেবা বন্ধ

ঢাকা: রাজধানীর কমলাপুর স্টেশন এলাকায় মেট্রোরেলের কাজের জন্য বিটিসিএলের সেকেন্ডারি (ওভারহেড ও আন্ডার গ্রাউন্ড) ক্যাবল কাটা পড়েছে। ফলে এই এলাকার টেলিফোনসমূহ সাময়িকভাবে বিকল হয়ে পড়েছে।

 

কাটা ক্যাবল প্রতিস্থাপনের কাজ প্রক্রিয়াধীন আছে জানিয়ে বৃহস্পতিবার বিটিসিএলের একজন কর্মকর্তা জানিয়েছেন, উক্ত কাজে মাস খানেক সময় লাগতে পারে।  

টেলিফোন গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল।

 

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩

এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।