ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্রমিক কল্যাণ তহবিলে ইবিসিএল’র ২ কোটি ৯৭ লাখ টাকা দান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, সেপ্টেম্বর ২৬, ২০২৩
শ্রমিক কল্যাণ তহবিলে ইবিসিএল’র ২ কোটি ৯৭ লাখ টাকা দান

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ২১ টাকা লভ্যাংশ জমা দিয়েছে ইডিওটিসিও বাংলাদেশ কোম্পানি লিমিটেড (ইবিসিএল)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে কোম্পানিটির প্রতিনিধিদল তাদের গত অর্থবছরের লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, ইডিওটিসিও বাংলাদেশ কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল ইসাক, ডিরেক্টর, হিউম্যান রিসোর্স রিজওয়ান কুরাইশি, ডিরেক্টর ইঞ্জিনিয়ারিং সাব্বির আহমেদ, ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স ইশরাত জেরিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে এ পর্যন্ত জমার পরিমাণ ৮৪৬ কোটি টাকা। দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ৩৩৭ কোম্পানি শ্রম আইন অনুযায়ী বছর শেষে লাভের ৫ ভাগের একদশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।