ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, সেপ্টেম্বর ২৪, ২০২৩
রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় বনভোজন থেকে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামাদুল হক নামে (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাইনীমুখ-গাথাছড়া সেতুর পাশ দিয়ে নৌকায় (ইঞ্জিনচালিত বোট) করে একদল যুবক বনভোজন শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামাদুল পানিতে ডুবে নিখোঁজ হন। এ সময় আরও দুই যুবক আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা ক্লিনিকে ভর্তি করে। রোববার সকালে নিখোঁজ যুবকের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।