নাটোর: নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল বলেছেন, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ ভালো আছে। দেশ উন্নয়ন ও সমৃদ্ধিতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ।
তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় শিমুল বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের অধিকার, স্বাধিকার ও স্বাধীনতার জন্য সারা জীবন লড়াই ও সংগ্রাম করে গেছেন। ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি করেছেন। অন্যায়ের কাছে কখনও মাথা নত করেনি যে মানুষটি। অথচ ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁকে ও তাঁর পরিবারের লোকজনসহ ১৮ জনকে নৃশংসভাবে হত্যা করল হায়নারা। এই হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ ও দেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে তারা।
শফিকুল ইসলাম শিমুল বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর জিয়াউর রহমানের সেই কালো আইন বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচারকাজ শুরু করা হয়। পরবর্তীকালে হত্যাকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখনও ৫ জন আত্মস্বীকৃত খুনি বিদেশে অবস্থান করছে। তাদের দ্রুত দেশে এনে শাস্তি কার্যকর করতে হবে।
শিমুল বলেন, গত সাড়ে ৯ বছরে নাটোরে যে উন্নয়ন হয়েছে তা বিগত ৪৭ বছরেও হয়নি। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে নাটোরের উন্নয়নে যখন যা চেয়েছেন, তাই দিয়েছেন। ইতোমধ্যে নাটোরবাসীর প্রাণের দাবি ড. ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় করার সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আমরা নাটোরে একটি বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছি।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনের নামে শান্তির নাটোরকে অশান্ত করার চেষ্টা করলে, আগুন সন্ত্রাস করলে, মানুষের জানমালে ক্ষতি এমন কিছু করলে তা রাজপথেই প্রতিহত করা হবে। অপরাধ ও অপরাধীদের শনাক্ত করতে পারলে তাদের আইনের আওতায় আনা সহ বাড়ি-ঘর সিলগালা করে দেওয়া হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সাবেক উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম স্বপ্নীল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রামাণিক, জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান এহিয়া চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোস্তারুল ইসলাম আলম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম প্রমুখ।
এসময় জেলা-উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
আরএ