ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক দগ্ধ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক দগ্ধ 

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন, টেক্সটাইল মিলের শ্রমিক মোস্তফা (৫০), আলআমিন (২৫) ও শাহিনুর (২৫)।

তাদের হাসপাতালে নিয়ে আসা টেক্সটাইল মিলটির গাড়িচালক মো. শাহ আলম জানান, মিলের ভেতর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তারা তিন জন দগ্ধ হয়েছেন বলে শুনতে পেরেছেন তিনি। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে তা তার জানা নেই। ঘটনার পর তার গাড়িতে করে দগ্ধদেরকে ঢাকায় নিয়ে আসেন।

এদিকে টেক্সটাইল মিলটির প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন জানান, সোনারগাঁও মোরড়াপাড়া এলাকায় তাদের মিলের পাশ দিয়েই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার রয়েছে। সেখান থেকেই তারা কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তাদের তিন জনকেই ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।