ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

রিমান্ড শেষে কারাগারে কামারুজ্জামান-কাদের মোল্লা

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, অক্টোবর ১০, ২০১০

ঢাকা: পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া সংক্রান্ত পল্টন থানার মামলায় দু’ দিনের রিমান্ড শেষে জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামান ও কাদের মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে।

রিমান্ড শেষে রোববার আসামিদের আদালতে হাজির করা হয়।

তাদের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

তবে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, পল্টন থানার মামলায় গত ২২ জুলাই মহানগর হাকিম ড. আব্দুল মজিদ এ রিমান্ড মঞ্জুর করেছিলেন।

তিনি আরও জানান, বিভিন্ন মামলায় মঞ্জুর করা ১৫ দিন রিমান্ডের মধ্যে এ পর্যন্ত আসামিদের ছয় দিন রিমান্ডে নেওয়া হয়েছে।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন আহমেদ, সোহরাব উদ্দিন, লুৎফর রহমান আজাদ, শামসুল ইসলাম আকন্দ ও ইফতেখার আহমেদ প্রমুখ আইনজীবী।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।