ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বাবাকে মারধরের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, আগস্ট ৫, ২০২৩
বাবাকে মারধরের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার সামছুল ইসলাম

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় বাবাকে মারধরের মামলায় বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বাংলানিউজকে এ তথ্য জানান।

গ্রেপ্তার সামছুল ইসলাম লাখাই উপজেলার মানপুর গ্রামের হাজী আব্দুল ওয়াদুদের ছেলে।

নিজের বাবাকে মারধর করা, গলায় অস্ত্র ঠেকিয়ে সাদা কাগজে টিপসই নেওয়া এবং ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে অ্যাডভোকেট সামছুলের বিরুদ্ধে।

ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, শনিবার দুপুরে সামছুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন তার বাবা হাজী ওয়াদুদ। এরপরই তাকে গ্রেপ্তার করা হয় এবং বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, সামছুল ইসলাম তার বাবা ওয়াদুদকে মারধর করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে নন জুডিসিয়াল স্ট্যাম্পে টিপসই নেওয়া এবং ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করার কথাও মামলায় উল্লেখ রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।