ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

মধ্যরাতে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৯, জুলাই ২২, ২০২৫
মধ্যরাতে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের চিত্র। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোমবার (২১ জুলাই) রাত ২টা থেকে মঙ্গলবার ভোর (২২ জুলাই) পর্যন্ত রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার ভোরে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কিছু শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়েছে।

তাদের সঙ্গে কিছু শিক্ষকও উপস্থিত ছিলেন। তাদের দাবি সম্বন্ধে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে তারা এখনো সেখানে আছে কি না, তা খোঁজ নিয়ে জানানো হবে।

অবস্থানরত শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সঠিক সংখ্যা জানতে চাচ্ছেন তারা। মধ্যরাতে উদ্ধার অভিযান চলাকালে প্রাঙ্গণ থেকে দেখা যাচ্ছে লোকজন এখনো কাজ করছে। তবে উদ্ধারকর্মীদের কার্যক্রম সম্পর্কে তারা স্পষ্ট কিছু বুঝতে পারছেন না। শিক্ষার্থী, অভিভাবক কিংবা শিক্ষকদেরও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না। তাই আমরা বিক্ষোভ করছি।

শিক্ষার্থীদের দাবি, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো বাতিল করে আধুনিক ও নিরাপদ প্লেন চালুর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র আরও মানবিক ও নিরাপদভাবে রূপান্তর করতে হবে। নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তারা।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।