ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নওগাঁয় বিদেশি মদসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, জুলাই ৪, ২০২৩
নওগাঁয় বিদেশি মদসহ কারবারি আটক

নওগাঁ: জেলার ধামইরহাট থেকে বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (০৪ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব।

আটক মাদক কারবারি নজরুল ইসলাম (৪৫) উপজেলার চকরহমত গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।  

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নজরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ তাকে আটক করা হয়। তিনি অনেক দিন ধরে বিদেশি মদ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই বিষয়টি র‍্যাবের কাছে স্বীকার করেছেন তিনি। আটকের পর তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।