ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, জুলাই ৩, ২০২৩
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়িতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশার যাত্রীর নাম জয়দেব সাহা (৫৫)। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

জয়দেব পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।