ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে ছুরিকাঘাতে রাজমিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১২, জুলাই ২, ২০২৩
বাগেরহাটে ছুরিকাঘাতে রাজমিস্ত্রির মৃত্যু আটক আব্বাস শেখ

বাগেরহাট: বাগেরহাটে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (৩৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (২ জুলাই) রাতে কচুয়া উপজেলার মাঠ রাড়িপাড়া এলাকায় আব্বাস শেখ (৪৮) নামে এক ব্যক্তির ছুড়িকাঘাতে তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আব্বাস শেখকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত আনোয়ার মোল্লা মাঠ রাড়িপাড়া এলাকার মৃত সোহরাব মোল্লার ছেলে। আটক আব্বাস শেখ উপজেলার চান্দেরখোলা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, আব্বাসের কাছে সব সময় ছুরি থাকে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি আনোয়ার মোল্লাকে ছুরিকাঘাত করেন। এর আগেও মারধরের অভিযোগ রয়েছে আব্বাসের বিরুদ্ধে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, চোখে লাইট মারাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছুরিকাঘাতকারী আব্বাস মোল্লাকে পুলিশ আটক করেছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।