ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৫০৯৯ মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৮, অক্টোবর ৫, ২০২৫
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৫০৯৯ মামলা  ফাইল ফটো

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত চারদিনে ৫০৯৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (০৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে ১৬৭৭টি মামলা, ৩৪৬টি গাড়ি ডাম্পিং ও ৭৬টি গাড়ি রেকার করা হয়। গত বুধবার (০১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩৪৪টি মামলা, ২৯২টি গাড়ি ডাম্পিং ও ৬৭টি গাড়ি রেকার করা হয়।

এছাড়াও গত বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১৯৩টি মামলা, ২৫৯টি গাড়ি ডাম্পিং ও ৬৭টি গাড়ি রেকার করা হয়। গত শুক্রবার (০৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৮৫টি মামলা, ১৬৯টি গাড়ি ডাম্পিং ও ৪৬টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।