ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ৭৩ লিটার চোলাই মদসহ ৪ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, জুলাই ২, ২০২৩
রাঙামাটিতে ৭৩ লিটার চোলাই মদসহ ৪ নারী আটক

রাঙামাটি: রাঙামাটিতে অভিযান চালিয়ে ৭৩ লিটার চোলাই মদসহ চার নারীকে আটক করেছে পুলিশ।  

রোববার (২ জুলাই) দুপুরের দিকে জেলা সদরের মগবান ইউনিয়নের বড়াদম এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- আয়েশা বেগম (২৭),  শিরিন বেগম (২৩), আনোয়ারা বেগম (৫৪) ও সোনিয়া আক্তার (২৪)। আটকদের সবার বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী, আমতলা ও ঝাউতলা এলাকায়।

পুলিশ জানায়, চার সদস্যের একটি নারীর দল পাহাড়ি চোলাই মদ নিয়ে মগবান থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে বড়াদম এলাকায় অভিযান চালিয়ে ৭৩ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।