ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, জুলাই ১, ২০২৩
দিনাজপুরে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রহিমা (৩৬) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রহিমা জেলার কাহারোল উপজেলার পাহাড়পুর পারগাঁও এলাকার আব্দুল খালেকের স্ত্রী বলে জানা গেছে।

ফুলবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম রব্বানী পরিবার ও স্থানীয়দের বরাতে জানান, রহিমা তার পরিবারের সঙ্গে মাইক্রোবাসে করে দিনাজপুরে তার বাসায় ফিরছিলেন। পথে ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আম বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি আরও জানান, মাইক্রোবাসে থাকা অন্যরা সুস্থ আছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।