ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, জুন ১৩, ২০২৩
রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ

নারায়ণগঞ্জ: দুই মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা কাজে যোগদান না করে বিক্ষোভ শুরু করেছেন।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ৮টা থেকে উপজেলার আউখাব এলাকার রবিনটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে এ অসন্তোষ দেখা দেয়।

বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, রবিনটেক্স লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় ৬ থেকে ৭ হাজার শ্রমিক কাজ করেন। গত দুই মাসের বকেয়া বেতন-ভাতা দেই-দিচ্ছি করে মালিকপক্ষ শ্রমিকদের ঘোরাচ্ছেন। এ পর্যন্ত চার দফা মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা হলে বেতন-ভাতা পরিশোধ করে দেবে বলে আশ্বাস দিলেও করেননি।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় কাজে যোগদান না করে মালিকপক্ষের কাছে দুই মাসের বকেয়া বেতন-ভাতা দাবি করেন। বেতন-ভাতা পরিশোধের আশ্বাস না পেয়ে শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন।

মালিকপক্ষ বেতন-ভাতা পরিষদের আশ্বাস দিলেও তাৎক্ষণিক বেতন-ভাতা পরিশোধ না করায় শ্রমিকরা তাদের অবস্থান থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক আমেনা বেগম, হাসনা জরিনা, সামসুল হক, আসমা বলেন, আমরা বেতন না পেলে খাব কী, আর ঘর বাড়া দেব কীভাবে। বেতন-ভাতা না পেয়ে আমরা কষ্টে দিন কাটাচ্ছি।

কারখানার জি এম (প্রশাসনিক) আদনান বলেন, মালিকের সঙ্গে কথা হয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে দেওয়া হবে। শ্রমিকদের বোঝানো হচ্ছে কাজে যোগ দেওয়ার জন্য।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আজকে অর্ধেক বেতন-ভাতা দিয়ে দেবে, আগামী বৃহস্পতিবার বাকিটা পরিশোধ করে দেওয়া হবে। এখন শ্রমিকদের শান্ত হয়ে কাজে যোগ দেওয়ার জন্য বলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।