ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোসাইরহাটে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মে ২৩, ২০২৩
গোসাইরহাটে বজ্রপাতে যুবকের মৃত্যু ফাইল ছবি

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে বজ্রপাতে মাঈনউদ্দিন মান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) বিকেল ৩টার দিকে ওই ইউনিয়নের রসিদ সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহত মাঈনউদ্দিন পেশায় একজন কৃষক। তিনি ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ৭ নম্বর ওয়ার্ডের ঢালিকান্দি এলাকার মৃত ছাত্তার মানের ছেলে। মাঈনউদ্দিন কোদালপুর ইউনিয়নে শশুর বাড়ির এলাকায় জমি কিনে বসবাস করতেন।  

কোদালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এসএম মিজানুর রহমান বলেন, বিকেলে মহিউদ্দিন টিউবওয়েলে পানি আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।