ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মহাখালী থেকে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, মে ১৮, ২০২৩
মহাখালী থেকে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ ইসমাইল হোসেন নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) বনানী থানার পরিদর্শক মো. ইসরাফীল হোসেন ভূইয়া বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বনানী থানাধীন মহাখালী সিএম সার্ভিসিং স্টেশনের সামনের রাস্তায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ১৮, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।