ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

অনুমোদনহীন কারখানায় শিশুখাদ্য তৈরির দায়ে জরিমানা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, মে ৯, ২০২৩
অনুমোদনহীন কারখানায় শিশুখাদ্য তৈরির দায়ে জরিমানা

মাগুরা: মাগুরার শ্রীপুরে অনুমোদনহীন কারখানায় শিশুখাদ্য তৈরির অপরাধে আলমগীর হোসেন ফারুক (৪২) নামে এক ভেজাল শিশু খাদ্য প্রস্তুতকারীকে ১০ হাজার এক টাকা অর্থদণ্ড ও বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য (তরল জাতীয় জুস) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার (০৮ মে) দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে সদর ইউনিয়নের মদনপুর গ্রামের একটি ভাড়া বাসায় গড়ে উঠা অবৈধ্য কারখানায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

দণ্ডিত আলমগীর হোসেন ফারুক (৪২) কাজলী গ্রামের গোলাম কুদ্দুস মোল্লার ছেলে।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু জানান, আলমগীর হোসেন ফারুক দীর্ঘ সাড়ে চার বছর ধরে বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য তৈরি করে বিক্রি করার উদ্দেশে বাজারজাত করছেন।  

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর দিলীপ কুমার প্রামাণিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানসহ সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় তার কাছ থেকে ১০ হাজার টাকাি এক টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে উদ্ধার করা ভেজাল শিশু খাদ্যগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

এছাড়া ভোক্তা অধিকারের পৃথক অভিযানে লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে সব্দালপুর ইউনিয়নের আমতৈল বাজারে অর্ণব এন্টার প্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়:১১৪৮ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।