ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হাতিরঝিলে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, মে ৩, ২০২৩
হাতিরঝিলে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।  

গ্রেফতার মাদক কারবারি হলেন- মো. ফারুক গাজী।

বুধবার (৩ মে) দুপুরে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মিশু বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, মঙ্গলবার (২ মে) বিকেল ৫টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।  

অতিরিক্ত উপ-কমিশনার মিশু বিশ্বাস জানান, গোপন তথ্য অনুযায়ী হাতিরঝিল থানার আউটার সার্কুসার রোডে বড় মগবাজারে বাটার জুতার দোকানের সামনে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। তাকে তল্লাশি করে সঙ্গে থাকা ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়।  

গ্রেফতার ফারুকের নামে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ৩, ২০২৩
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।