ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিদ্রোহের দুই মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানি ৩১ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ঢাকা: রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনায় হত্যা ও  বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দু’টির অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির জন্য আগামী ৩১ অক্টোবর তারিখ ধার্য হয়েছে।

রোববার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ আদালত এ তারিখ ধার্য করেন।



গত ২২ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। ৩০ সেপ্টেম্বর মামলা দু’টির নথি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

গত ১৩ জুলাই হত্যা মামলায় ৮২৪ জনকে ও ২৭ জুলাই বিস্ফোরক আইনের মামলায় ৮০৮ জনকে আসামি করে সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।