ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, মার্চ ৫, ২০২৩
লক্ষ্মীপুরে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে আহত একজনের মৃত্যু প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: জেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. আলাউদ্দিন (৪৩)।

রোববার (৫ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান। এরআগে বেলা ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের যাদৈয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আলাউদ্দিন সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে। তিনি সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, আশঙ্কাজনক অবস্থায় আলাউদ্দিন ও বদরুদ্দোজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পথে আলাউদ্দিন মারা গেছে বলে শুনেছি। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও সিএনজি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৫

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।