ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাস পার হতেই শাবিপ্রবির টিলায় আগুন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
মাস পার হতেই শাবিপ্রবির টিলায় আগুন

শাবিপ্রবি: এক মাস পার হতে না হতেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিলায় আগুনের ঘটনা ঘটেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল সংলগ্ন টিলায় আগুনের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ বঙ্গবন্ধু হলের পাশের টিলায় আগুনের শিখা উড়তে দেখা যায়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা দ্রুত গিয়ে আগুন নেভায়। কে বা কারা এ আগুন ধরিয়েছে, সেটি জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেলের দিকে বঙ্গবন্ধু হলের পার্শ্ববর্তী টিলায় আগুন লাগে। খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হই। আগুনে তেমন ক্ষয়ক্ষতি না হলেও ৪-৫ শতাংশ জায়গা পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।