ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীর দুই মাদকবিক্রেতা চাঁদপুরে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
রাজবাড়ীর দুই মাদকবিক্রেতা চাঁদপুরে আটক

চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই হাজার ৯শটি ইয়াবা বড়িসহ মো. ফারুক সরদার (২৪) ও মো. লিটন খান (২৫) নামে রাজবাড়ীর দুই মাদকবিক্রেতা আটক করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে তাদের চাঁদপুর আদালতে পাঠিয়েছে সদর মডেল থানা পুলিশ।

এর আগে শুক্রবার (২০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটক বিক্রেতা ফারুক রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার ছোরাপ গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং লিটন একই জেলার গোয়ালন্দ থানার ছাত্তার মেম্বার পাড়ার মো. বাদশা খানের ছেলে।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে আমাদের রেডিং টিম শহরের বাসস্ট্যান্ড থেকে দুই হাজার ৯শটি ইয়াবা বড়িসহ তাদের হাতে নাতে আটক করে। এ ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।