ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জামালপুরে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
জামালপুরে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

জামালপুর: জামালপুরের ইসলামপুরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, সহকারী কমিশনার (ভূমি) আশরাফ হোসেন, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, স্বাস্থ্য কর্মকর্তা এএএম আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা শাহদত হোসেন স্বাধীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ, জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান, ওসি মাজেদুর রহমান, চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী প্রমুখ বক্তব্য দেন।

পরে পৌর এলাকার শিশু সদন হাফেজিয়া মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।