ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইটভাটায় বাড়তি ফসলি জমি ব্যবহার, লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
ইটভাটায় বাড়তি ফসলি জমি ব্যবহার, লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ: লাইসেন্সে নির্ধারিত জমির চেয়ে বেশি ফসলি জমি ব্যবহার করার অপরাধে সিরাজগঞ্জের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাকিবুল হাসানের নেতৃত্বে ছোনগাছা ইউনিয়নের শাহানগাছা ডাকাতিয়া বাড়ি সোনালি ব্রিকস নামে একটি ভাটায় এ অভিযান চালানো হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাকিবুল হাসান জানান, সোনালি ব্রিকসের মালিক সানজিদ হাসান সিদ্দিক তার ভাটায় লাইসেন্সে উল্লেখিত পরিমাণ জমির চেয়েও বেশি জমি নিয়ে ইটভাটা পরিচালনা করে আসছিলেন। ফসলি জমি নষ্ট করে ইটভাটা পরিচালনা করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।