ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

শিবচরে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
শিবচরে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।  

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

 

এ নিয়ে শিবচরে ইউনিয়ন পর্যায়ে ১০ শয্যা বিশিষ্ট মোট তিনটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু হলো।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার স্বাস্থ্য ও চিকিৎসা সেবার উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

এর আগে উপজেলার দত্তপাড়া ও বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে আরও দুটি ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু হয়েছে। যেখানে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল হাসান, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম-সহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।