ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে ১১৪ দেশের চিত্রশিল্পীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
বঙ্গবন্ধুর সমাধিতে ১১৪ দেশের চিত্রশিল্পীর শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ১১৪টি দেশের চিত্রশিল্পীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপলিচালক লিয়াকত আলী লাকীর নেতৃত্বে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনায়
অংশ নেন শিল্পীরা।  

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন শিল্পীরা। পরে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপলিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২ এ অংশ নিতে ১১৪ দেশের শিল্পীরা বাংলাদেশে এসেছেন। সপ্তাহব্যাপী কর্মসূচিতে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন রয়েছে। এবার সর্বোবৃহৎ চারুকলা প্রদর্শনী হচ্ছে। বিশ্বময় উদ্বাস্তু সংকট তাদের প্রদর্শনীতে ফুটে উঠেছে। শিল্পীরা কখনো যুদ্ধ চায় না, শান্তি চায়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।