ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

নেত্রকোনা ট্র্যাজিডি দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
নেত্রকোনা ট্র্যাজিডি দিবস পালিত

নেত্রকোনা: নানা কর্মসূচীর মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে নেত্রকোনা ট্র্যাজিডি দিবস।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে নিহতদের স্মরনে নির্মিত শহরের অজহর রোডে স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রতিবাদী মিছিল, মানববন্ধন ও সকাল পৌনে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে দাঁড়িয়ে পাঁচ মিনিট নিরবতা পালন করা হয়।

ট্র্যাজিডি দিবস উৎযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচীতে সব স্তরের মানুষ অংশ নেন।

সকালে নিহতদের স্মরনে নির্মিত স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

উল্লেখ্য, ২০০৫ সালের এই দিনে শহরের অজহর রোডে শতদল শিল্পীগোষ্ঠী ও জেলা উদীচী কার্যালয়ের সামনে জেএমবির জঙ্গির আত্নঘাতি বোমা হামলায় উদীচীর শিল্পী খাজা হায়দার হোসেন ও সুদীপ্তা পাল শেলীসহ আটজন নিহত হয়েছিলেন। এছাড়া আহত হয়েছিলেন আরও অর্ধশতাধিক মানুষ। এর পর থেকে প্রতি বছর ৮ ডিসেম্বরকে নেত্রকোনা ট্র্যাজিডি দিবস হিসেবে পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।