ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্যবসায়ীর মারধরে অটোচালকের মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
ব্যবসায়ীর মারধরে অটোচালকের মৃত্যুর অভিযোগ নিহতের স্বজনের আহাজারি

দিনাজপুর: দিনাজপুরে কাপড় ব্যবসায়ীর মারধরে খালেকুল ইসলাম (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মালদহপট্টী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খালেকুল ইসলাম বিরল উপজেলার মঙ্গলপুরের মৃত সাবের আলীর ছেলে। তিনি অটো রিকশা চালাতেন এবং শহরের মেদ্যা পাড়ায় বসবাস করতেন।

নিহতের ছোট ভাই খাদেমুল ইসলাম বলেন, দুপুরে জুম্মার নামাজের পর আমার বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ পাই। আমার ভাইয়ের অটোরিকশাটি শহরের মালদহপট্টীতে পড়ে আছে। অটোরিকশাটি নিতে আসলে ভাইকে মারধরের বিষয়টি জানতে পারি।  

তিনি অভিযোগ করে বলেন, আমার ভাইকে মেঘা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সন্তোষ ডালমিয়া মারধর করেন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।  

অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
এমআর/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।