bangla news

বলিরেখার জন্য শুধু বয়স দায়ী নয়!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২১ ৪:০৬:৫৩ পিএম
ত্বকে বয়সের ছাপ

ত্বকে বয়সের ছাপ

আমরা মেনেই নিয়েছি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বয়সের ছাপ বা বলিরেখা পড়ে। বলিরেখা যদি ২৫ পেরোতেই পড়তে থাকে, তবে বুঝতে হবে এজন্য শুধু বয়স নয় কিছু অভ্যাসও দায়ী। 

এরমধ্যে রয়েছে: 


•    মুখের মেদ কমাতে অনেকে চুইং গাম চিবান, কিন্তু অতিরিক্ত চুইং গাম চিবানোর ফলে চোয়ালের পাশে বলিরেখা পড়তে পারে 

•    ঘুম কম হচ্ছে? তাহলেও পড়তে পারে বলিরেখা

•    সূর্যের কড়া আলোর নিচে বেশিক্ষণ থাকলে ত্বকে কালো পোড়া ভাবের সঙ্গে সঙ্গে বলিরেখাও দেখা দিতে পারে 

•    মেকআপ করা এবং তোলার সময় চাপ পড়তে পারে ত্বকে, যা থেকে পড়তে পারে বলিরেখা 

•    শোয়ার অভ্যাসের ওপরও নির্ভর করে অসময়ে বলিরেখা। 

বলিরেখা রুখতে যা করতে হবে: 

•    প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন ভিটামিন গাজর, মিষ্টি কুমড়া, পালংশাক, মিষ্টি আলু, পেঁপে, কমলা, জলপাই ও বাদাম। সেই সঙ্গে প্রচুর পানি পান করতে হবে। 

•    স্ট্রেসমুক্ত থাকার চেষ্টা করতে হবে, সেই সঙ্গে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন 

•    বাইরের ধুলো আর দূষণ ত্বকের ক্ষতি করে। তাই দিনে অন্তত দু’বার পানি আর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন 

•    মাসে দু’বার ডিমের সাদা অংশ ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার করে ধুয়ে ফেলুন। প্রাকৃতিকভাবেই সূক্ষ্ম দাগগুলো কমে আসবে

•    একটু উঁচু বালিশে সোজা হয়ে শোওয়ার চেষ্টা করুন। দু’টি বালিশের ফাঁকে বা হাতের মধ্যে মুখ গুঁজে শোবেন না। 


বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এসআইএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লাইফস্টাইল বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-08-21 16:06:53