bangla news

ক্যাটস আইয়ে টপস-শার্টের নতুন সংগ্রহ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২০ ২:৫৯:৩৮ পিএম
ক্যাজুয়াল শার্টে

ক্যাজুয়াল শার্টে

রোদ-বৃষ্টির এই মৌসুমে আড়ম্বরের পাশাপাশি চাই আরাম। তবে এসময়ের ফরমাল এবং স্ট্রিট ফ্যাশনে সৃষ্টি হোক নান্দনিক স্টাইল স্টেটমেন্ট, যা মিলবে ক্যাটস আইয়ের প্রতিটি স্টোরে। 

মূলত নিজেকে পরিপাটি রাখার জন্যই তারুণ্যের ট্রেন্ড-নির্ভর এসব পোশাক এনেছে ক্যাটস আই। এই গরমে স্বস্তি মিলবে ক্যাজুয়াল শার্ট, পলো, চিনোস, ডেনিম আর ওমেন টপসের নতুন সংগ্রহগুলোতে।

প্রিন্টের পাশাপাশি সবকিছুতেই প্যাটার্ন এবং ফেব্রিকে বৈচিত্র্যতা থাকছে। শার্টের প্রিন্ট বা রং, শার্টের কলার, শোল্ডার ফিট বা কাফ বা ফ্রন্ট লুকেও থাকছে আধুনিকতা। 

ডেনিম প্যান্টের বিশেষ কালেকশন, গরমে দিবে আরাম। গুণগতমান বাড়িয়েও পণ্যের দাম আরও সাশ্রয়ী করা হয়েছে, যা পুরোটাই ক্রেতা বান্ধব। এছাড়া অনলাইন স্টোর এবং এলিফ্যান্ট রোডের ডিসকাউন্ট শপে থাকছে অর্ধেক দামে পণ্য কেনার সুযোগও। 

পণ্য নিয়ে বিস্তারিত জানা যাবে ক্যাটস আই ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে। 

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসআইএস

    
 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লাইফস্টাইল বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-08-20 14:59:38